দীর্ঘদিন ধরেই বিশ্বের কাছে ছিল ‘অর্থনৈতিক বিস্ময়’ বাংলাদেশ। এর পুরো কৃতিত্ব দাবি করেন দেড় দশকের বেশি সময় ধরে প্রায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী শেখ হাসিনা। তাঁর দাবিকে সমর্থন করে সরকারি পরিসংখ্যান বলছে, করোনা মহামারির আগের এক দশকে বছরে গড়ে ৭ শতাংশ হারে বেড়েছে দেশের অর্থনীতি। অবাক করা প্রবৃদ্ধির এই হার কেবল চীনের সঙ্গে তুলনীয়।
তবে উন্নয়নের এই আখ্যান বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার শাসনের অবসানের পর সেই প্রশ্ন জোরালো হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত অর্থনীতির শ্বেতপত্র তাঁর অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি নিয়ে কঠোর সমালোচনা করেছে। তাতে বাংলাদেশের উন্নয়নের এই আখ্যান ‘অতিরঞ্জিত’ ও ‘বিকৃত’ জিডিপি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য অর্থনীতির বিশেষজ্ঞ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। ৩৮৫ পৃষ্ঠার শ্বেতপত্রটি সম্প্রতি ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে বিশ্বব্যাংক প্রবর্তিত বিশেষ পদ্ধতি ব্যবহার করে অর্থনীতি পর্যালোচনার ভিত্তিতে, যেখানে স্যাটেলাইট ডেটার মাধ্যমে রাতের বেলায় আলোর উজ্জ্বলতা পরিমাপ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাত্রা নির্ধারণ করা হয়। এই পদ্ধতি প্রয়োগ করেই শ্বেতপত্রে প্রবৃদ্ধির নতুন হিসাব উপস্থাপন করা হয়েছে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির প্রকৃত হার ছিল প্রায় ৩ শতাংশ, যেখানে সরকারি পরিসংখ্যানে ৭ শতাংশ বলে দাবি করা হয়েছিল। দেশে-বিদেশে সরকারে ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে জিডিপির পরিসংখ্যান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয় বলে শ্বেতপত্রে অভিযোগ করা হয়েছে।
তবে দুর্নীতি নিয়ে সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। শ্বেতপত্রে দাবি করা হয়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন বা ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচার হয়েছে। পাচারের এই অঙ্ক বর্তমান বার্ষিক গড় জিডিপির প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। এই পাচারের মধ্যে শেয়ারবাজারে কেলেঙ্কারি ও মাদক পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বড় অবদান রয়েছে। শ্বেতপত্রে বলা হয়, দুর্নীতির সিংহভাগই বড় অবকাঠামো প্রকল্পগুলোর মাধ্যমে সংঘটিত হয়েছে। রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী এবং সুবিধাভোগীরা এসব প্রকল্পে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বাংলাদেশে দুর্নীতি নতুন কিছু নয়। তবে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, দুর্নীতির এত ব্যাপক এবং গভীর বিস্তার আগে দেখা যায়নি। তাঁর মতে, বছরের পর বছর ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি শিকড় গেড়ে বসেছে।
এই পরিস্থিতি যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার করা দাবি করে, তা সম্পন্ন করা এই সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, পরিকল্পিত সংস্কার বাস্তবায়নের জন্য পতিত সরকারের কর্মকর্তা ও আমলাদের ওপরই অন্তর্বর্তী সরকারকে নির্ভর করতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে সঠিক তথ্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন পরিসংখ্যান ও অর্থনৈতিক কমিশন গঠনের সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
কিন্তু তার আগে অন্তবর্তী সরকারকে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে উচ্চ পর্যায়ে রয়েছে এবং বিনিয়োগ কমে গেছে ব্যাপকভাবে। এরই মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।
এদিকে বিশ্বব্যাংক বলছে, দেশের স্বচ্ছল গ্রামীণ পরিবারের অর্ধেক দারিদ্র্যসীমার নিচে পড়ার ঝুঁকিতে রয়েছে। এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও সংস্কার করতে সক্ষম হলেই কেবল বাংলাদেশ প্রকৃত ‘অর্থনৈতিক বিস্ময়’ হতে পারে।
দীর্ঘদিন ধরেই বিশ্বের কাছে ছিল ‘অর্থনৈতিক বিস্ময়’ বাংলাদেশ। এর পুরো কৃতিত্ব দাবি করেন দেড় দশকের বেশি সময় ধরে প্রায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী শেখ হাসিনা। তাঁর দাবিকে সমর্থন করে সরকারি পরিসংখ্যান বলছে, করোনা মহামারির আগের এক দশকে বছরে গড়ে ৭ শতাংশ হারে বেড়েছে দেশের অর্থনীতি। অবাক করা প্রবৃদ্ধির এই হার কেবল চীনের সঙ্গে তুলনীয়।
তবে উন্নয়নের এই আখ্যান বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার শাসনের অবসানের পর সেই প্রশ্ন জোরালো হয়েছে। চলতি মাসের শুরুতে প্রকাশিত অর্থনীতির শ্বেতপত্র তাঁর অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি নিয়ে কঠোর সমালোচনা করেছে। তাতে বাংলাদেশের উন্নয়নের এই আখ্যান ‘অতিরঞ্জিত’ ও ‘বিকৃত’ জিডিপি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে তৈরি বলে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরার জন্য অর্থনীতির বিশেষজ্ঞ ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে। ৩৮৫ পৃষ্ঠার শ্বেতপত্রটি সম্প্রতি ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে বিশ্বব্যাংক প্রবর্তিত বিশেষ পদ্ধতি ব্যবহার করে অর্থনীতি পর্যালোচনার ভিত্তিতে, যেখানে স্যাটেলাইট ডেটার মাধ্যমে রাতের বেলায় আলোর উজ্জ্বলতা পরিমাপ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাত্রা নির্ধারণ করা হয়। এই পদ্ধতি প্রয়োগ করেই শ্বেতপত্রে প্রবৃদ্ধির নতুন হিসাব উপস্থাপন করা হয়েছে। শ্বেতপত্রের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধির প্রকৃত হার ছিল প্রায় ৩ শতাংশ, যেখানে সরকারি পরিসংখ্যানে ৭ শতাংশ বলে দাবি করা হয়েছিল। দেশে-বিদেশে সরকারে ভাবমূর্তি উজ্জ্বল দেখাতে জিডিপির পরিসংখ্যান ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয় বলে শ্বেতপত্রে অভিযোগ করা হয়েছে।
তবে দুর্নীতি নিয়ে সবচেয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। শ্বেতপত্রে দাবি করা হয়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন বা ২৩ হাজার ৪০০ কোটি ডলার পাচার হয়েছে। পাচারের এই অঙ্ক বর্তমান বার্ষিক গড় জিডিপির প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। এই পাচারের মধ্যে শেয়ারবাজারে কেলেঙ্কারি ও মাদক পাচারসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের বড় অবদান রয়েছে। শ্বেতপত্রে বলা হয়, দুর্নীতির সিংহভাগই বড় অবকাঠামো প্রকল্পগুলোর মাধ্যমে সংঘটিত হয়েছে। রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী এবং সুবিধাভোগীরা এসব প্রকল্পে সক্রিয় ভূমিকা রেখেছেন।
বাংলাদেশে দুর্নীতি নতুন কিছু নয়। তবে দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন, দুর্নীতির এত ব্যাপক এবং গভীর বিস্তার আগে দেখা যায়নি। তাঁর মতে, বছরের পর বছর ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থা ও জবাবদিহিতার অভাবে দুর্নীতি শিকড় গেড়ে বসেছে।
এই পরিস্থিতি যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার করা দাবি করে, তা সম্পন্ন করা এই সরকারের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ, পরিকল্পিত সংস্কার বাস্তবায়নের জন্য পতিত সরকারের কর্মকর্তা ও আমলাদের ওপরই অন্তর্বর্তী সরকারকে নির্ভর করতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদে সঠিক তথ্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে স্বাধীন পরিসংখ্যান ও অর্থনৈতিক কমিশন গঠনের সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
কিন্তু তার আগে অন্তবর্তী সরকারকে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে উচ্চ পর্যায়ে রয়েছে এবং বিনিয়োগ কমে গেছে ব্যাপকভাবে। এরই মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।
এদিকে বিশ্বব্যাংক বলছে, দেশের স্বচ্ছল গ্রামীণ পরিবারের অর্ধেক দারিদ্র্যসীমার নিচে পড়ার ঝুঁকিতে রয়েছে। এসব চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পাশাপাশি প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন ও সংস্কার করতে সক্ষম হলেই কেবল বাংলাদেশ প্রকৃত ‘অর্থনৈতিক বিস্ময়’ হতে পারে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
৫ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১২ ঘণ্টা আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১৫ ঘণ্টা আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
২১ ঘণ্টা আগে