ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফার সঙ্গে জনগণের যত বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা যাবে, ভোটের সংখ্যাও তত বাড়বে। তাই জনগণের কাছে গিয়ে তাঁদের আস্থা অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা শহরের ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৩১ দফার প্রতিটি প্রস্তাবে দেশের মানুষের মৌলিক চাহিদা—কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এটি শুধুই রাজনৈতিক দলীয় কাগজপত্র নয়, বরং অনেক ত্যাগ-তিতিক্ষা, গুম-খুন, নির্যাতন ও পঙ্গুত্বের মধ্য দিয়ে আসা সংগ্রামের ফসল। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে মতপার্থক্য থাকবে, তবে তার সমাধান হবে আলোচনার মাধ্যমে। মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার কখনো হরণ করা যাবে না।’
গত ১৬ বছরে দেশে রাজনৈতিক দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের ফলে বিচারব্যবস্থা থেকে অর্থনীতি—সবখানেই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশের ভবিষ্যতের জন্য।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নেতৃত্ব ধরে রাখতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের সমর্থন থাকলেই সত্যিকারের নেতা হওয়া যায়।’
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৩১ দফার সঙ্গে জনগণের যত বেশি সম্পৃক্ততা নিশ্চিত করা যাবে, ভোটের সংখ্যাও তত বাড়বে। তাই জনগণের কাছে গিয়ে তাঁদের আস্থা অর্জন করতে হবে।
আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি আয়োজিত কর্মশালায় ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জেলা শহরের ইএসডিও জয়নাল আবেদীন মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ততা’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘৩১ দফার প্রতিটি প্রস্তাবে দেশের মানুষের মৌলিক চাহিদা—কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এটি শুধুই রাজনৈতিক দলীয় কাগজপত্র নয়, বরং অনেক ত্যাগ-তিতিক্ষা, গুম-খুন, নির্যাতন ও পঙ্গুত্বের মধ্য দিয়ে আসা সংগ্রামের ফসল। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে মতপার্থক্য থাকবে, তবে তার সমাধান হবে আলোচনার মাধ্যমে। মানুষের ভোট ও রাজনৈতিক অধিকার কখনো হরণ করা যাবে না।’
গত ১৬ বছরে দেশে রাজনৈতিক দমন-পীড়ন ও ভোটাধিকার হরণের ফলে বিচারব্যবস্থা থেকে অর্থনীতি—সবখানেই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু বিএনপির জন্য নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, দেশের ভবিষ্যতের জন্য।’
দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নেতৃত্ব ধরে রাখতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে। জনগণের সমর্থন থাকলেই সত্যিকারের নেতা হওয়া যায়।’
কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপি নেত্রী রাশেদা বেগম হীরা ও নেওয়াজ হালিমা আরলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন শ্যামল।
জনতা ব্যাংক থেকে ঋণের নামে ১ হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৬ জনের নামে চার্জশিট (অভিযোগপত্র) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
১৮ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
৩১ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
৩৩ মিনিট আগে