Ajker Patrika

নিজেদের নাগরিকদেরও বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২৫, ০০: ৩২
ভারতে ফেরত পাঠানো দম্পতি। ছবি: সংগৃহীত
ভারতে ফেরত পাঠানো দম্পতি। ছবি: সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও পুশ ইন কৌশলের আশ্রয় নিয়েছে। এবার নিজেদেরই দুই নাগরিককে গভীর রাতে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি এই দুজনকে আটক করে যাচাই-বাছাই শেষে ভারতীয় হিসেবে শনাক্ত করে।

পরে আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে তাঁদের ফেরত দেওয়া হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, ১৪ জুন রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) চাপসার বিওপি (বর্ডার আউট পোস্ট) এলাকার সীমান্ত পিলার ৩৪৭/১-এস বরাবর ভারতের দিক থেকে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ। বিজিবির নিয়মিত টহল দল সঙ্গে সঙ্গে ২৩ জনকে আটক করে। তাদের মধ্যে ২১ জনই বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত হয় এবং পরে ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

কিন্তু এক দম্পতিকে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করে বিজিবি। তাঁরা হলেন ফজের মন্ডল (২১) ও তাঁর স্ত্রী তাছলিমা মন্ডল (১৯)। ফজেরের বাড়ি উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হরিহারপুর গ্রামে। তাছলিমার বাড়ি একই থানার পাঁচবাড়িয়া গ্রামে।

এই দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠাতে ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ভারতের ৮৭ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ সন্ধ্যা ৭টায় সীমান্ত পিলার ৩৪৯/৫-এস-এর নিকট বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে রাত ৮টা ১৫ মিনিটে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতীয় দম্পতিকে বিএসএফের কাছে হস্তান্তর করে বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

আফগান সিরিজ দিয়ে সাত বছর পর ফিরেছেন জিম্বাবুয়ের ক্রিকেটার

এলাকার খবর
Loading...