ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন।
সিরাজগঞ্জের কামারখন্দে ১৪ বছরের কিশোরীকে রাস্তা থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশায় করে একটি রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের সময় কিশোরীর চিৎকারের আওয়াজ যাতে কেউ শুনতে না পায়, সে জন্য জোরে সাউন্ডবক্সে গান বাজানো হয়।
৪ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের হিজলতলা গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষ হয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
১২ মিনিট আগেবাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রোজারিওকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মহিউদ্দিন রিমান্ডে নেওয়ার এ নির্দেশ দেন।
২২ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে লিটন কুমার চৌধুরী নামের এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে