ঠাকুরগাঁও প্রতিনিধি
পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মির্জা জাফরুল ইসলাম (৫১) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন পেটের পীড়া থাকলেও হৃদরোগে তাঁর মৃত্যু হতে পারে।
জাফরুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছেলে। তিনি নীলফামারী থেকে সদ্য বদলি হয়ে ঢাকার উত্তরা থানার আব্দুল্লাপুরে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক হিসেবে যোগদান করেন।
চিকিৎসাধীন অবস্থায় মির্জা জাফরুলের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন। তিনি বলেন, ‘গতকাল রোববার বেলা ৩টার দিকে জাফরুল ইসলাম বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে ভর্তি রেখে স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থ অনুভব করেন। একপর্যায়ে বাড়িও চলে যেতে চান। তবে রাত ৯টার দিকে আবার তাঁর বমি শুরু হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান।’
রকিবুল আলম আরও বলেন, ‘ধারণা করছি হৃদ্রোগে মির্জা জাফরুলের মৃত্যু হতে পারে। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
জাফরুল ইসলামের ছেলে মির্জা আলমগীর বলেন, ‘পাঁচ দিনের ছুটিতে আসেন বাবা। গতকাল রোববার সকালে বাড়িতে সেমাই খাওয়ার পরে পেটের সমস্যা দেখা দেয় তাঁর। এরপরে ডায়রিয়া শুরু হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করি। সেখানে রাত ৯টার দিকে মারা যান। বাবার হার্টেরও একটু সমস্যা ছিল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল আলম বলেন, ‘পারিবারিক কবরস্থানে আজ বিকেলে মির্জা জাফরুলকে দাফন করা হবে। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।’
পেটের পীড়া নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মির্জা জাফরুল ইসলাম (৫১) নামের এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন পেটের পীড়া থাকলেও হৃদরোগে তাঁর মৃত্যু হতে পারে।
জাফরুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলা সর্বমঙ্গলা গ্রামের মির্জা ইমরান আলীর ছেলে। তিনি নীলফামারী থেকে সদ্য বদলি হয়ে ঢাকার উত্তরা থানার আব্দুল্লাপুরে ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পরিদর্শক হিসেবে যোগদান করেন।
চিকিৎসাধীন অবস্থায় মির্জা জাফরুলের মৃত্যু হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম চয়ন। তিনি বলেন, ‘গতকাল রোববার বেলা ৩টার দিকে জাফরুল ইসলাম বমি ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁকে ভর্তি রেখে স্যালাইন দেওয়ার পর তিনি সুস্থ অনুভব করেন। একপর্যায়ে বাড়িও চলে যেতে চান। তবে রাত ৯টার দিকে আবার তাঁর বমি শুরু হয়। মাত্র ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান।’
রকিবুল আলম আরও বলেন, ‘ধারণা করছি হৃদ্রোগে মির্জা জাফরুলের মৃত্যু হতে পারে। মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’
জাফরুল ইসলামের ছেলে মির্জা আলমগীর বলেন, ‘পাঁচ দিনের ছুটিতে আসেন বাবা। গতকাল রোববার সকালে বাড়িতে সেমাই খাওয়ার পরে পেটের সমস্যা দেখা দেয় তাঁর। এরপরে ডায়রিয়া শুরু হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করি। সেখানে রাত ৯টার দিকে মারা যান। বাবার হার্টেরও একটু সমস্যা ছিল।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল আলম বলেন, ‘পারিবারিক কবরস্থানে আজ বিকেলে মির্জা জাফরুলকে দাফন করা হবে। দুই ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ঠাকুরগাঁও শহরের আশ্রম পাড়ায় ভাড়া বাসায় থাকতেন তিনি।’
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
৯ মিনিট আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১৪ মিনিট আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
৩২ মিনিট আগেসাবেক ছাত্রলীগের নেতা ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক সুভাষ সিংহ রায় এবং তাঁর স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য মমতা হেনা লাভলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞা জারির এ
৩৮ মিনিট আগে