ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবককে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আব্দুল হামিদ।
সাজাপ্রাপ্ত মামুন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। এ মামলার খালাস পাওয়া দুই আসামি হলেন—মামুনুর রশিদের বড় ভাই আব্দুল কুদ্দুস (৩৩) ও খোলড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে ফরহাত আলম (৩৪)।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুমি আক্তার (২২) হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রুমি আক্তার। পারিবারিক শত্রুতার জেরে হরিপুর টিঅ্যান্ডটি নামক এলাকায় রুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে মামলার এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা মাসুদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ ৬ বছর পর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ মামলায় রায় ঘোষণা করলেন আদালত।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবককে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আব্দুল হামিদ।
সাজাপ্রাপ্ত মামুন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। এ মামলার খালাস পাওয়া দুই আসামি হলেন—মামুনুর রশিদের বড় ভাই আব্দুল কুদ্দুস (৩৩) ও খোলড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে ফরহাত আলম (৩৪)।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুমি আক্তার (২২) হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রুমি আক্তার। পারিবারিক শত্রুতার জেরে হরিপুর টিঅ্যান্ডটি নামক এলাকায় রুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে মামলার এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা মাসুদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ ৬ বছর পর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ মামলায় রায় ঘোষণা করলেন আদালত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
৪ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৭ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
২০ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
২২ মিনিট আগে