Ajker Patrika

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকে গেল বসতঘরে, প্রাণ গেল ঘুমন্ত নারীর

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা
ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ী এলাকায়। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের টেপিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রমেছা বেগম ওই এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ফজরের নামাজ আদায়ের পর রমেছা বেগম আবার ঘুমিয়ে পড়েন। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরের ভেতর ঢুকে পড়ে। ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে যায় এবং সেই ট্রাকের নিচে চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

যুগান্তকারী উদ্ভাবন: চোখে চিপ বসিয়ে দেখতে পাচ্ছেন দৃষ্টিহীনেরা

এলাকার খবর
Loading...