টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী দুই ট্রাকচালককে আটকের পর থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে সুমন মিয়া (২৭) নামের এক ট্রাকচালক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমন মিয়ার সঙ্গে থাকা অপর ট্রাকচালক ও তাঁর চাচাতো ভাইয়ের দাবি, থানায় সুমন মিয়া অসুস্থবোধ করলেও পুলিশ সে সময়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে সুমন মিয়ার মৃত্যু হয়। এর আগে, এদিন সন্ধ্যা ৭টার দিকে ট্রাকসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সুমন মিয়া উপজেলার জামুরিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
আরেক ট্রাকচালক এবং নিহত সুমনের চাচাতো ভাই সুজন বলেন, ‘আমরা ট্রাক নিয়ে উপজেলার সাগরদীঘি থেকে কলেজমোড় আসার পরই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরপর কাগজপত্র যাচাই বাছাই করে। এ সময় একটি গাড়ির কাগজপত্র না থাকায় বাড়িতে লোক পাঠানো হয়। এ সময় ভয়ে সুজন অসুস্থ হয়ে পড়ে। পুলিশকে বারবার বলেছি সুমন অসুস্থ তারপরও কোনো উদ্যোগ নেয়নি।’
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘ঘাটাইল উপজেলার গ্রামীণ সড়কগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ভারী যানবাহন ডাম্প ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাই গতকাল দুটি ডাম্প ট্রাক থানায় আনা হয়। গাড়ির কাগজপত্র দেখিয়ে তাঁদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। তাঁদের আটক করা হয়নি।’
ওসি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ট্রাক চালকেরা থানা চত্বরে ঘোরাফেরা করছেন। পানি খেয়েছেন। তারপর সুমন মিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
লাশ ময়নাতদন্ত করার জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম বলেন, ওই চালককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ সুজনকে মৃত ঘোষণা করেন।
জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুজনের মরদেহ দেখতে পেয়েছি। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা তদন্ত করলে জানা যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, ডাম্প ট্রাক চলাচল নিষিদ্ধ ছিল। সেই অনুযায়ী পুলিশ দুইটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। এরপর সেখানে একজন অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইলের ঘাটাইলে বালুবাহী দুই ট্রাকচালককে আটকের পর থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে সুমন মিয়া (২৭) নামের এক ট্রাকচালক অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতাল নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সুমন মিয়ার সঙ্গে থাকা অপর ট্রাকচালক ও তাঁর চাচাতো ভাইয়ের দাবি, থানায় সুমন মিয়া অসুস্থবোধ করলেও পুলিশ সে সময়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে সুমন মিয়ার মৃত্যু হয়। এর আগে, এদিন সন্ধ্যা ৭টার দিকে ট্রাকসহ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সুমন মিয়া উপজেলার জামুরিয়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।
আরেক ট্রাকচালক এবং নিহত সুমনের চাচাতো ভাই সুজন বলেন, ‘আমরা ট্রাক নিয়ে উপজেলার সাগরদীঘি থেকে কলেজমোড় আসার পরই পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। এরপর কাগজপত্র যাচাই বাছাই করে। এ সময় একটি গাড়ির কাগজপত্র না থাকায় বাড়িতে লোক পাঠানো হয়। এ সময় ভয়ে সুজন অসুস্থ হয়ে পড়ে। পুলিশকে বারবার বলেছি সুমন অসুস্থ তারপরও কোনো উদ্যোগ নেয়নি।’
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘ঘাটাইল উপজেলার গ্রামীণ সড়কগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ভারী যানবাহন ডাম্প ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তাই গতকাল দুটি ডাম্প ট্রাক থানায় আনা হয়। গাড়ির কাগজপত্র দেখিয়ে তাঁদেরকে নিয়ে যেতে বলা হয়েছে। তাঁদের আটক করা হয়নি।’
ওসি আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, ট্রাক চালকেরা থানা চত্বরে ঘোরাফেরা করছেন। পানি খেয়েছেন। তারপর সুমন মিয়া হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।’
লাশ ময়নাতদন্ত করার জন্য টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম বলেন, ওই চালককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ সুজনকে মৃত ঘোষণা করেন।
জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেস্টিংস বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে সুজনের মরদেহ দেখতে পেয়েছি। কী কারণে তার মৃত্যু হয়েছে সেটা তদন্ত করলে জানা যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান বলেন, ডাম্প ট্রাক চলাচল নিষিদ্ধ ছিল। সেই অনুযায়ী পুলিশ দুইটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে যায়। এরপর সেখানে একজন অসুস্থ হয়ে পড়েন। এরপর পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৩ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৩ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৪ ঘণ্টা আগে