মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট তৈরির জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) ও খাদিজা আক্তার (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আব্দুল্লাহ সোহাগপাড়া গ্রামের লাল চাঁদের ছেলে এবং খাদিজা আক্তার পার্শ্ববর্তী বাড়ির ফজলুল করিমের মেয়ে। দুই শিশু সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলম ও তাওহীদা বেগম দম্পতি তাঁদের সোহাগপাড়া গ্রামের বাড়িতে ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হয়েছে। ভবনে লিফট তৈরির জন্য বেশ কিছু দিন আগে মাটি খুঁড়ে রাখা হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে থাকে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা দুই শিশুকে গর্তের পানিতে ভাসতে দেখেন।
খবর পেয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মুনসুর মুসা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিশুদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট তৈরির জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) ও খাদিজা আক্তার (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আব্দুল্লাহ সোহাগপাড়া গ্রামের লাল চাঁদের ছেলে এবং খাদিজা আক্তার পার্শ্ববর্তী বাড়ির ফজলুল করিমের মেয়ে। দুই শিশু সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলম ও তাওহীদা বেগম দম্পতি তাঁদের সোহাগপাড়া গ্রামের বাড়িতে ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হয়েছে। ভবনে লিফট তৈরির জন্য বেশ কিছু দিন আগে মাটি খুঁড়ে রাখা হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে থাকে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা দুই শিশুকে গর্তের পানিতে ভাসতে দেখেন।
খবর পেয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মুনসুর মুসা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিশুদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
যশোরে ইজিবাইকচালকের (ব্যাটারিচালিত অটোরিকশা) লাঠির আঘাতে জাহিদ হোসেন (৪০) নামের আরেক চালক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা শহরের আশ্রম মোড় এলাকায় ইজিবাইক পরিষ্কার করতে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগেইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র সাজিদ আব্দুল্লাহ হত্যার দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
২১ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত আছে। এই নির্বাচনকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা আশা করছি, নির্ধারিত সময়ে বাংলাদেশে
২৬ মিনিট আগেরাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র স্কোয়াড্রন লিডার মো. মাহমুদুল হাসান মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
৩২ মিনিট আগে