Ajker Patrika

প্রাইভেটকার নিয়ে ১১ বছরের শিশু উধাও

প্রতিনিধি
প্রাইভেটকার নিয়ে ১১ বছরের শিশু উধাও

ঘাটাইল (টাঙ্গাইল): ঘাটাইল উপজেলার সাগরদিঘি গ্রামে প্রাইভেটকারসহ শিশির (১১) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। প্রাইভেটকারের মালিক ববিন সরকার এ ব্যাপারে ঘাটাইল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ববিন সরকার জানান, প্রাইভেটকারটি তার নিজ গ্রাম সাগরদিঘির মজিবর রহমান চালান। মজিবরের তত্ত্বাবধানে গাড়িটি ভাড়ায় পরিচালিত হতো। ভাড়া না থাকলে গাড়িটি মজিবরের গ্যারেজেই থাকে। গত ২০ মে রাত ১০টার দিকে মজিবরের ছেলে শিশির কাউকে না জানিয়ে গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে বেরিয়ে যায়। এরপর থেকেই তার কোনো সন্ধান মিলছে না।

প্রাইভেটকার চালক মজিবর বলেন, শিশির প্রাইভেটকার চালাতে পারে। বিভিন্ন সময় সে গাড়ি চালিয়ে পাশের গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে গেছে এবং ফিরে এসেছে। তবে সে সাধারণত না বলে কোথাও যায় না। এ কারণে ব্যাপারটি রহস্যজনক বলে মনে হচ্ছে। শিশিরের কাছে সেলফোন না থাকায় প্রযুক্তির সহায়তাও নেওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে ঘাটাইল থানার সাগরদিঘি তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক জাকির হোসেন বলেন, আমি বিষয়টি শুনেছি। দায়ের করা অভিযোগ এখনো হাতে পাইনি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

পাকিস্তানি জেনারেলকে ‘ভারতের উত্তর-পূর্বাঞ্চলযুক্ত বাংলাদেশের পতাকা উপহারে’র দাবি নিয়ে যা বলল সিএ ফ্যাক্ট চেক

এলাকার খবর
Loading...