Ajker Patrika

সখীপুরে আগুনে পুড়ল ৩ দোকান

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
সখীপুরে উপজেলার কচুয়া বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা
সখীপুরে উপজেলার কচুয়া বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের সখীপুরে আগুনে পুড়েছে তিন দোকান। আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার কচুয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই বাজারের একটি ইলেকট্রনিকের দোকানসহ তিন দোকানের মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার দুপুরে কচুয়া বাজারের মামা-ভাগনে ইলেকট্রনিকের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এরই মধ্যে একটি ইলেকট্রনিক ও দুটি মনিহারি দোকান পুড়ে যায়।

মামা-ভাগনে ইলেকট্রনিকের স্বত্বাধিকারী এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে খাওয়ার জন্য দোকান বন্ধ করে বাড়িতে যাওয়ার পর মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি আগুন লেগেছে। আমার সারা জীবনের উপার্জন শেষ হয়ে গেছে।’ আগুনে তাঁর অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হাসান নূর আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনে তিনটি দোকানের অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে নিরাপদ থাকবে যে দেশগুলো

ফোন নম্বর ‘মোটু’ নামে সেভ করায় ডিভোর্স দিলেন স্ত্রী

প্রতিবেশীদের ছাড়াই পরাশক্তি হওয়ার উচ্চাভিলাষ ভারতের, পারবে কি

পুলিশ কর্মকর্তা ৪ বার ধর্ষণ করেছে—মহারাষ্ট্রে নারী চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোট

এলাকার খবর
Loading...