টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন বাসচালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বাস মালিক ও শ্রমিক সমিতির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘রোববার বাসের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘাটাইলে নামায় বাসচালক ও সহযোগীরা। এরপর এক রিকশাচালককে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে তারা চলে আসেন বলে জানতে পেরেছি। এর বাইরে আমরা কিছু জানতে পারিনি।’
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও সহযোগীকে আটক করা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। বাসটি জব্দের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
টাঙ্গাইলের ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে এক ‘অসুস্থ’ যুবককে (৩৫) ফেলে রেখে একটি যাত্রীবাহী বাস পালিয়ে গেছে। পরে পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজন বাসচালক ও সহযোগীকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। গতকাল রোববার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানায় বাসের লোকজন। এ তথ্য নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার।
প্রত্যক্ষদর্শীরা বলছে, গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে জামালপুরগামী বিনিময় পরিবহনের একটি বাস থেকে ওই যুবককে অচেতন অবস্থায় ঘাটাইল কলেজ মোড় বাসস্ট্যান্ডে নামিয়ে রাখে। এ সময় আলিম নামে এক রিকশাচালক বাসের হেলপারের কাছে জানতে চাইলে ওই ব্যক্তি অসুস্থ বলে জানানো হয় এবং দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য। স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।
রিকশাচালক আলিম জানান, ওই যুবককে রাস্তার পাশে শুইয়ে রেখে বাসটি দ্রুত জামালপুরের দিকে চলে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক বলেন, ‘ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত ও বাসটিও শনাক্তের চেষ্টা চলছে।’
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বাস মালিক ও শ্রমিক সমিতির সহসভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘রোববার বাসের এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঘাটাইলে নামায় বাসচালক ও সহযোগীরা। এরপর এক রিকশাচালককে হাসপাতালে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়ে তারা চলে আসেন বলে জানতে পেরেছি। এর বাইরে আমরা কিছু জানতে পারিনি।’
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাসচালক ও সহযোগীকে আটক করা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁদের নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছে না। বাসটি জব্দের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহের ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’
প্রায় দেড় দশক পর হকারমুক্ত হয়েছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের জুরাইনের সড়ক। একসময় অপ্রশস্ত সড়কটি পদ্মা সেতু নির্মাণের কারণে হয়ে ওঠে দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় প্রবেশের পথ। যানবাহনের চাপ বাড়ায় সড়কটি বেশ প্রশস্ত করা হলেও অর্ধেক চলে যায় হকারদের দখলে। এতে জুরাইন রেলগেট এলাকায় দিনরাতে যানজট লেগেই থাকত।
৩ ঘণ্টা আগেকিংবদন্তিতুল্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনকে সম্মাননা দিল সংস্কৃতি মন্ত্রণালয়। রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে গতকাল রোববার একাডেমির ব্যবস্থাপনায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেজমি নির্ধারণ নিয়ে দীর্ঘদিনের জটিলতায় ঠাকুরগাঁওয়ে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণকাজ থমকে রয়েছে। এতে বিচারক, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী এবং বিশেষ করে বিচারপ্রার্থী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। এজলাস সংকট, নথিপত্রের অব্যবস্থাপনা এবং মৌলিক সুবিধার অভাবে আদালতের স্বাভাবিক কার্যক্রম
৩ ঘণ্টা আগেশিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর থেকেই উত্তাল রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। এ ঘটনায় ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র জোট।
৪ ঘণ্টা আগে