Ajker Patrika

গজারি বনে দুই সিসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন

টাঙ্গাইল প্রতিনিধি 
ঘাটাইলে গজারি বনের ভেতর অবৈধভাবে গড়ে তোলা দুটি সিসা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সংগৃহীত
ঘাটাইলে গজারি বনের ভেতর অবৈধভাবে গড়ে তোলা দুটি সিসা কারখানা গুঁড়িয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার বিকেলে তোলা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে গজারি বনের ভেতর সিসা তৈরির দুটি অবৈধ কারখানা ধ্বংস করেছে প্রশাসন। আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও মো. আবু সাঈদ বলেন, উপজেলার সাগরদীঘি ইউনিয়নের কামালপুর পাহাড়ি এলাকার গজারি বনের ভেতর কারখানা স্থাপন করে একটি চক্র। তারা পুরোনো ব্যাটারি আগুনে পুড়িয়ে সিসা তৈরি ও বিক্রি করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকিস্বরূপ। এলাকাবাসী বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে আজ বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশে অবৈধ কারখানা ধ্বংসে সেখানে অভিযান চালানো হয়।

কারখানাগুলো দুটি এক্সকাভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, ঘাটাইল থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় নতুন ৩ ব্যাটালিয়ন, দুই হাজার ২৫৮ পদ সৃষ্টি

সন্তান জন্মের ৪ মাস পর বিয়ের খবর দিলেন জেমস

কাপের অবশিষ্ট কফি ড্রেনে ঢেলে দেওয়ায় নারীকে ২৪ হাজার টাকা জরিমানা

এনসিপিকে ‘নাস্তিকদের সংগঠন’ বলে আমাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে: মুফতি আমিনীর নাতি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদ আখতারকে একহাত নিলেন লাকি আলী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ