Ajker Patrika

টাঙ্গাইলের ছাত্রলীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রলীগ নেতা সোহেল আনসারী (৪০)। ছবি: সংগৃহীত
ছাত্রলীগ নেতা সোহেল আনসারী (৪০)। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সোহেল আনসারীকে (৪০) ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোহেল করোটিয়া সরকারি সাদত কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সম্পাদককে আজ বিকেলে পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান আরও জানান, আনসারী আওয়ামী লীগের অস্ত্রধারী ক্যাডার। তাঁর বাবার নাম নুর মিয়া আনসারী। টাঙ্গাইল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় সোহেলের নামে একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। ঢাকা মহানগরে আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিতে তিনি পল্লবী এলাকায় এসেছিলেন।

এ বিষয়ে তদন্ত চলছে এবং গ্রেপ্তার সোহেল আনসারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের সাপ্লাই চেইন বিভাগে চাকরির সুযোগ

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

ত্রিভুজ প্রেম থেকে মুক্তি পেতেই জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে ছাত্রী: পুলিশ

এলাকার খবর
Loading...