Ajker Patrika

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ০৫
সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 

সিলেটের চুরি হওয়া দুটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ। 

এর আগে গতকাল সোমবার ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোল প্লাজার দক্ষিণ পাশ ও বিশ্বনাথ পৌরসভা থেকে তাঁদের আটক করে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

আটকেরা হলেন ওসমানীনগরের পূর্ব তাজপুর গ্রামের আব্বাস আলীর ছেলে রুমেল আহম্মদ (২২) ও বিশ্বনাথের জয়নগর নোয়াপাড়ার আরিয়ান আহম্মদ মাজিদ (২৬)। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে লুকিং গ্লাসবিহীন মোটরসাইকেলসহ রুমেল আহম্মদকে আটক করা হয়। এদিন রাত ৮টায় বিশ্বনাথ পৌরসভার মেডি এইড এ্যাডভান্সড মেডিকেল সেন্টারের সামনে থেকে আরিয়ান আহম্মদ মাজিদকে লুকিং গ্লাস ও নিবন্ধনবিহীন মোটরসাইকেলসহ আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ওসমানীনগর থানায় ও বিশ্বনাথ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত