Ajker Patrika

সিকৃবির প্রথম ট্রেজারার অধ্যাপক মাহবুব-ই-এলাহী

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
Thumbnail image
অধ্যাপক এ টি এম মাহবুব-ই-এলাহী। ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রথম ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক এ টি এম মাহবুব-ই-এলাহী। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়।

গত ১৫ ডিসেম্বর দেওয়া আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক এ টি এম মাহবুব-ই-এলাহীকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো। এতে কয়েকটি শর্ত দেওয়া হয়, সেগুলো হলো ট্রেজারার হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে, উপযুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন ও তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা পাবেন।

নতুন নিয়োগ করা এই ট্রেজারার সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন বলে শর্ত দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত