Ajker Patrika

সিলেটে নদীতে সাঁতার কাটতে গিয়ে পর্যটক নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৯: ৪০
সিলেটে নদীতে সাঁতার কাটতে গিয়ে পর্যটক নিখোঁজ

সিলেটের কোম্পানীগঞ্জে ঘুরতে এসে ধলাই নদীতে সাঁতার কাটার সময় আব্দুস ছালাম (২৩) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তিনি রাজধানী ঢাকার মিরপুর-১১-এর বাসিন্দা।

আজ রোববার উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটে বেলা আড়াইটায় এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিলেটে নিখোঁজ পর্যটকের খোঁজে প্রশাসননিখোঁজ ব্যক্তির সঙ্গে বেড়াতে আসা মো. সাজ্জাদ হোসেন শাহিন আজকের পত্রিকাকে বলেন, ঢাকার মিরপুর থেকে ছয়জন সাদা পাথর বেড়াতে আসেন। সেখানে তাঁরা সবাই নদীতে গোসল করতে নামেন। এ সময় তাঁরা দুজন নদী সাঁতরে পার হওয়ার সময় পানির প্রবল স্রোতে ছালাম নিখোঁজ হন।

আজ রোববার সন্ধ্যা ৬টায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসকে নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন নিখোঁজ পর্যটকের সন্ধানে কাজ করছে। তবে এখনো তাঁকে পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত