Ajker Patrika

১৩ দিন নিখোঁজের পর প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের কানাইঘাটে নিখোঁজের ১৩ দিন পর এক প্রতিবন্ধী শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার বড়চতুল ইউনিয়নের নয়াগ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম জারিফ আহমদ (৮), সে জৈন্তাপুরের নিজপাট ইউনিয়নের সারীঘাট চৈলাখেল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, জারিফ একজন শারীরিক প্রতিবন্ধী আর তার ভাই জাহাঙ্গীর আলম মানসিক প্রতিবন্ধী। ৮ মার্চ থেকে তারা দুজন বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর ৯ মার্চ জৈন্তাপুরের একটি এলাকায় জাহাঙ্গীরকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে বাড়িতে নিয়ে এলে ১০ মার্চ আবার সে নিখোঁজ হয়।

এরপর ১৬ মার্চ নগরীর একটি এলাকা থেকে অজ্ঞাতনামা একটি লাশ উদ্ধার করা হয়। পরে লাশের পরিচয় পায় পুলিশ। আর আজ দুপুরে ডোবায় গলিত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে এলে সেটি জারিফের বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন। জারিফের লাশ এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, লাশটি গলিত। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, এ অবস্থায় বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, হলে এর কারণ ও অভিযুক্ত ব্যক্তিদের খোঁজ শুরু করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত