Ajker Patrika

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা অবাঞ্ছিত 

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২০: ৩২
শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবিতে ছাত্রলীগ নেতা অবাঞ্ছিত 

রুমে ডেকে মারধরের ঘটনায় রিশাদ ঠাকুর নামে এক শিক্ষার্থীকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তার বিরুদ্ধে গত ১৮ আগস্ট এক শিক্ষার্থীকে রুমে ডেকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। 

রিশাদ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কাশ্মীর গ্রুপের নেতা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবৈধভাবে অবস্থান করে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সাধারণ শিক্ষার্থীদের অত্যাচার–নির্যাতন করার অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রিশাদ ঠাকুরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। 

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল কর্তৃপক্ষের গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ফলে ওই শিক্ষার্থী আর কখনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত