গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছে। গতকাল শক্রবার (১৮ নভেম্বর) সিলেট তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরেকজন চিকিৎসাধীন রয়েছে।
নিহত দুই শিক্ষার্থীরা হলো, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের ছেলে সাকরান হাসান (১৫) এবং একই এলাকার প্রবাসী আকবর মিয়ার ছেলে শাহীন আহমেদ (১৫)। দুই বন্ধু জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের নবু মিয়ার ছেলে মামুন আহমদ (২১)।
আজ শনিবার (১৯ নভেম্বর) যোহরের নামাজের পর জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরের দিকে শাহীন আহমেদ ও সাকরান হাসান দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে জাফলং থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে তারা শ্রীপুর বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির তিনজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
প্রথমে তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন আহমেদ মারা যায়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাকরান হাসানেরও মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের জৈন্তাপুরে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু মারা গেছে। গতকাল শক্রবার (১৮ নভেম্বর) সিলেট তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে আরেকজন চিকিৎসাধীন রয়েছে।
নিহত দুই শিক্ষার্থীরা হলো, গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের ছেলে সাকরান হাসান (১৫) এবং একই এলাকার প্রবাসী আকবর মিয়ার ছেলে শাহীন আহমেদ (১৫)। দুই বন্ধু জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের নবু মিয়ার ছেলে মামুন আহমদ (২১)।
আজ শনিবার (১৯ নভেম্বর) যোহরের নামাজের পর জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরের দিকে শাহীন আহমেদ ও সাকরান হাসান দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে জাফলং থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে তারা শ্রীপুর বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির তিনজন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
প্রথমে তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাহীন আহমেদ মারা যায়। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাকরান হাসানেরও মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে অগ্নিকাণ্ড তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৭ মিনিট আগেগাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সময় অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১ ঘণ্টা আগে‘নতুন একটি রাজনৈতিক দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে, আমরা নাকি সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। তোমরা নতুন ছাত্রদের দল, জামায়াতের সঙ্গে পাল্লা দিতে হলে তোমাদের আরও বহুদূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না।’
১ ঘণ্টা আগেদুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নিষেধাজ্ঞা জারি করেন।
১ ঘণ্টা আগে