Ajker Patrika

দুবাইফেরত ব্যক্তির ট্রাউজার–আন্ডার গার্মেন্টসে ৩ কোটি টাকার স্বর্ণ

সিলেট প্রতিনিধি
ফাইল ছবি
ফাইল ছবি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া ব্যক্তির ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসে তরল সোনার পরিমাণ প্রায় ২.২ কেজি। যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার আটক ব্যক্তির পোশাক পুড়িয়ে ২ কেজি ১৯৫ গ্রাম লিকুইড/পেস্ট করা স্বর্ণ পাওয়া গেছে। যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। আটক আলীম উদ্দিনের বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হয়েছে।

এর আগে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে আলীম উদ্দিনকে (৪০) আটক করেন বিমান বন্দরের নিরাপত্তাকর্মীরা। পরে তাঁর শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে আনা তরল সোনা ধরা পড়ে।

তখন তিনি সোনা থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভেতরের কাপড়গুলোতে সোনার প্রলেপ পাওয়া যায়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘গত রাতে সিলেট কাস্টমস কর্তৃপক্ষ থানায় মামলা করে আলীম উদ্দিনকে হস্তান্তর করেন। পরে আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত