সিলেট প্রতিনিধি
সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় চারজন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।
মারা যাওয়া দুজন হলেন-ফিলিং স্টেশনের স্টাফ সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তাজ উদ্দিন আহমদ তারেক (৩২) ও নজেলম্যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের মৃত অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪২)। তাঁদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত তারেকের ছোটভাই সোহাগ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটে ভাই মারা যান। আজ সোমবার আড়াইটার দিকে লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। রাত ১০টার দিকে এলাকায় তাঁকে দাফন করা হবে। চার বছরের একটি মেয়ে রেখে ভাই মারা গেলেন। এখন তাদের কীভাবে সান্ত্বনা জানাব?’
নিহত বাদল দাসের ভাগনা টিটু দাস বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে বাদল দাসের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। সিলেটের শাহপরানে তাঁর ভাড়া বাসার এলাকায় তাঁকে দাহ করা হবে।’
বাদল দাসের ওপর সংসারের দায়-দায়িত্ব ছিল জানিয়ে টিটু দাস বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোরকমে তাঁর সংসার চলতো। এখন এই পরিবারটা কীভাবে সমানে চলবে তা ভেবে পাচ্ছি না।’
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দগ্ধ নয়জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।
সিলেটের বিরতি ফিলিং স্টেশনে বিস্ফোরণে অগ্নিদগ্ধ নয়জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে এই ঘটনায় চারজন মৃত্যুবরণ করেছেন। চিকিৎসাধীন রয়েছেন আরও পাঁচজন।
মারা যাওয়া দুজন হলেন-ফিলিং স্টেশনের স্টাফ সিলেট সদর উপজেলার জাঙ্গাঈল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে তাজ উদ্দিন আহমদ তারেক (৩২) ও নজেলম্যান সুনামগঞ্জের শাল্লা উপজেলার কাদিরগাওয়ের মৃত অর্জুন দাসের ছেলে বাদল দাস (৪২)। তাঁদের উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
নিহত তারেকের ছোটভাই সোহাগ আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রোববার রাত ১১টা ২০ মিনিটে ভাই মারা যান। আজ সোমবার আড়াইটার দিকে লাশ নিয়ে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। রাত ১০টার দিকে এলাকায় তাঁকে দাফন করা হবে। চার বছরের একটি মেয়ে রেখে ভাই মারা গেলেন। এখন তাদের কীভাবে সান্ত্বনা জানাব?’
নিহত বাদল দাসের ভাগনা টিটু দাস বলেন, ‘সোমবার সকাল ৯টার দিকে বাদল দাসের মৃত্যু হয়েছে। বর্তমানে সিলেটের উদ্দেশ্য রওনা দিয়েছি। সিলেটের শাহপরানে তাঁর ভাড়া বাসার এলাকায় তাঁকে দাহ করা হবে।’
বাদল দাসের ওপর সংসারের দায়-দায়িত্ব ছিল জানিয়ে টিটু দাস বলেন, ‘স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কোনোরকমে তাঁর সংসার চলতো। এখন এই পরিবারটা কীভাবে সমানে চলবে তা ভেবে পাচ্ছি না।’
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘তারেক ও বাদল উভয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।’
এর আগে গত ১১ সেপ্টেম্বর রাতে সিলেট বিমানবন্দর থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা রুমেল সিদ্দিক ও ১২ সেপ্টেম্বর বিকেলে টুকেরবাজার এলাকার ইমন আহমদ শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নগরের ওই ফিলিং স্টেশনে বিস্ফোরণ ঘটে। এতে নয়জন দগ্ধ হন। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দগ্ধ নয়জনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। অগ্নিদগ্ধদের শরীরের ১৫-৪০ ভাগ পর্যন্ত পুড়ে গেছে বলে জানান চিকিৎসকেরা।
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৩ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৫ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৭ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৭ ঘণ্টা আগে