সিলেট প্রতিনিধি
সিলেটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যার ঘটনায় দুই মূলহোতা শামীমা বেগম মার্জিয়ার নানি ও আলিফজান বেগমের মা কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে ছোটভাইয়ের বাড়িতে মারা যান তিনি।
গত রোববার (১০ নভেম্বর) মুনতাহার মরদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুতুবজানকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলে মেম্বারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে যে, কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামি কুতুবজান বিবি ইন্তেকাল করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, কুতুবজান বিবি এই মামলার আসামি নয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘কুতুবজান বিবির নিরাপত্তার স্বার্থে তাঁকে রোববার ভোরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিছনাচারিত ছিলেন। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাঁকে ওইদিন বিকেলে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার সকালে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘আলোচিত মুনতাহা হত্যা মামলার সব গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছেন।’
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনার বয়স প্রায় ৯০ বছর হবে। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার রাতে আমার জিম্মায় উনাকে ছেড়ে দেয়। পরে আমি খোঁজ নিয়ে ভাইদের কাছে দেই। যোহরের নামাজের পরে তাঁর লাশ দাফন করা হয়েছে।’
আরও পড়ৃন:
সিলেটের শিশু মুনতাহা আক্তার জেরিন (৬) হত্যার ঘটনায় দুই মূলহোতা শামীমা বেগম মার্জিয়ার নানি ও আলিফজান বেগমের মা কুতুবজান বিবি (৮৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কানাইঘাট সদর ইউনিয়নের ছাউরা গ্রামে ছোটভাইয়ের বাড়িতে মারা যান তিনি।
গত রোববার (১০ নভেম্বর) মুনতাহার মরদেহ উদ্ধার হওয়ার পর পুলিশ কুতুবজানকে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই দিন বিকেলে মেম্বারের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে গুজব ছড়ানো হচ্ছে যে, কানাইঘাটের আলোচিত মুনতাহা হত্যার ১ নম্বর আসামি কুতুবজান বিবি ইন্তেকাল করেছেন। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে, কুতুবজান বিবি এই মামলার আসামি নয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল আজকের পত্রিকাকে বলেন, ‘কুতুবজান বিবির নিরাপত্তার স্বার্থে তাঁকে রোববার ভোরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বিছনাচারিত ছিলেন। এ ঘটনায় সম্পৃক্ততা না থাকায় তাঁকে ওইদিন বিকেলে স্থানীয় মেম্বারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। তিনি বৃহস্পতিবার সকালে মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘আলোচিত মুনতাহা হত্যা মামলার সব গ্রেপ্তারকৃত আসামি বিজ্ঞ আদালতের রিমান্ডের নির্দেশ মোতাবেক বর্তমানে কানাইঘাট থানা হাজতে আছেন।’
স্থানীয় ইউপি সদস্য সেলিম আহমদ আজকের পত্রিকাকে বলেন, ‘উনার বয়স প্রায় ৯০ বছর হবে। বৃহস্পতিবার সকালে স্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ রোববার রাতে আমার জিম্মায় উনাকে ছেড়ে দেয়। পরে আমি খোঁজ নিয়ে ভাইদের কাছে দেই। যোহরের নামাজের পরে তাঁর লাশ দাফন করা হয়েছে।’
আরও পড়ৃন:
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৪ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৪ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৪ ঘণ্টা আগে