Ajker Patrika

ফটোসাংবাদিকদের একটি ছবি হাজার শব্দের প্রকাশ: প্রবাসীকল্যাণমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২২: ৫৫
Thumbnail image

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘ফটোসাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাঁদের কাজ অত্যন্ত ঝুঁকির ও গুরুত্বপূর্ণ। তবে ফটোসাংবাদিকেরা তাঁদের কাজে তৃপ্তি এবং আনন্দ পান, যখন একটি ছবি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। ফটোসাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। তাঁদের ছবি সব ভাষায় কথা বলে। একেকটি ছবি হয়ে উঠে একেকটি ইতিহাস।’ 

আজ শুক্রবার বিকেলে সিলেট মহানগরের জল্লারপাড়ায় একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সিলেটের ফটোসাংবাদিকদের সার্বিক সহযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশ করবেন বলে জানান মন্ত্রী ইমরান আহমদ। বিপিজেএয়ের সদ্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের যৌথ (দুই অধিবেশনে) সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেটে প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবদুর রকিব মন্টু, সিলেট সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল হক। 

সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন বিপিজেএয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান সিনিয়র সহসভাপতি ইউসুফ আলী ও সহসভাপতি হুমায়ুন কবির লিটন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিপিজেএয়ের নির্বাহী সদস্য এটিএম তুরাব এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বী। 

অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএয়ের সহসাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম এবং সদস্য মামুন হাসান, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, এ এইচ আরিফ, বেলায়েত হোসেন, আনিস রহমান, শাহ মো. কয়েছ, ইকবাল মুন্সি, এস এম রফিকুল ইসলাম সুজন, শেখ আবদুল মজিদ, আবু বক্কর, শিপন আহমদ, রত্না আহমদ তামান্না, আজমল আলী, আব্দুল খালিক, একরাম হোসেন ও আফতাব উদ্দিন। 

অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিপিজেএয়ের নতুন কমিটির নেতারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা নৈশভোজে মিলিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত