Ajker Patrika

চাকরির সন্ধানে সিলেটে এসে মিয়ানমারের নাগরিক আটক

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮: ০৩
চাকরির সন্ধানে সিলেটে এসে মিয়ানমারের নাগরিক আটক

সিলেটের জৈন্তাপুরে মো. আনিসুর রহমান (২০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে স্থানীয়রা তাঁকে আটক করে। পরে তাঁকে বিজিবি কাছে হস্তান্তর করা হয়। 

আটক মো. আনিসুর রহমান মিয়ানমারের মুন্ডু নোয়াপাড়ার মৃত বা মিয়ার ছেলে। 

বিজিবি জানায়, গতকাল বিকেলে সিলেটের জৈন্তাপুরের মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়রা মায়ানমারের ওই নাগরিককে আটক করেন। পরে খবর পেয়ে বিজিবির সদস্যরা সেখানে পৌঁছে তাঁকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবি তা*কে জৈন্তাপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছে। 

জিজ্ঞাসাবাদে মো. আনিসুর রহমান জানায়, সাত বছর আগে তিনি মিয়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজারে প্রবেশ করেন। পরে এফডিএমএন ক্যাম্প থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করেন। সম্প্রতি তিনি সিলেট এলাকায় একটি চাকরির সন্ধানে আসেন। তবে তাঁর কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। 

এ বিষয়ে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদিউজ্জামান আজকের পত্রিকাকে জানান, তাঁকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত