Ajker Patrika

ফুটবল খেলায় সংঘর্ষে আহত যুবকের ২ মাস পর মৃত্যু

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি 
ফুটবল খেলায় সংঘর্ষে আহত যুবকের ২ মাস পর মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রনকেলীতে ফুটবল খেলায় সংঘর্ষের ঘটনায় আবু সুফিয়ান নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রায় দুই মাস চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম।

নিহত আবু সুফিয়ান পৌর এলাকার রণকেলী নয়া গ্রামের তছন আলীর ছেলে। এ নিয়ে এই ঘটনায় ২ জনের মৃত্যু হলো। 

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে উপজেলার পৌর এলাকার রণকেলী রঙাইবিছরা মাঠে ফুটবল খেলায় সংঘর্ষের সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তারিফুর রহমান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছিলেন। গুরুতর আহত আবু সুফিয়ান ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ ঘটনায় নিহত তারিফুর রহমানের বড় ভাই তাহমিদুর রহমান বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ ৩-৪ জনকে অজ্ঞাত রেখে গত ২০ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। 

এ বিষয়ে গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম বলেন, ‘এই মামলায় পুলিশ এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত