Ajker Patrika

‘তোমরা ইনো এত সকাল কিতা কর’ বলতেই বৃদ্ধকে মাদকাসক্ত বখাটেদের মারধর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭: ৩৫
Thumbnail image

‘তোমরা ইনো এত সকাল কিতা কর’—এ কথা জিজ্ঞাসা করায় শানুর মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে ব্যাপক মারধর করে বখাটেরা। আজ বুধবার ভোরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই বৃদ্ধকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা লুকু মিয়া (২২) নামের এক বখাটেকে মাতাল অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করে। লুকু মিয়া সাচায়ানী গ্রামের আশকর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার সাচায়ানী-এরালিয়া সড়কের শাহজালাল জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে কয়েকজন উঠতি বয়সী ছেলেকে দেখে শানুর মিয়া জিজ্ঞাসা করেন, ‘তোমরা ইনো এত সকাল কিতা কর?’ এ কথা বলায় তারা বৃদ্ধকে গালাগাল করে। একপর্যায়ে সড়কের পাশের ফসলি জমিতে ফেলে ব্যাপক মারধর করা হয়। এ সময় বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে লুকু মিয়া নামের একজনকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা বৃদ্ধ শানুর মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, ওই বখাটে যুবকেরা রাতে কোথাও নেশা করে হয়তো বাড়ি ফিরছিল। লুকু মিয়াকে মাতাল অবস্থায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু সালেক বলেন, ‘আহত বৃদ্ধ শানুর মিয়া খুবই ভালো মানুষ। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।’

এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত