Ajker Patrika

পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিখোঁজের তিন দিন পর ভেসে উঠেছে জুবেলের মরদেহ। আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ভোলাগঞ্জ গুচ্ছগ্রামের পূর্ব পাশের মাঝ নদীতে লাশটি ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

জুবেল আহমদ (২১) কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া বদিকোনা গ্রামের সামছুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে ধলাই নদীর কালাইরাগ এলাকা দিয়ে সাদা পাথর আনতে যান নিখোঁজ জুবেল ও তাঁর সহযোগীরা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাত ১২টার দিকে প্রবল ঢেউয়ে পাথরবোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর সহযোগীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও প্রবল স্রোতে তলিয়ে যায় জুবেল। অনেক খোঁজাখুঁজি করে তার সহযোগীরা সন্ধান পেতে ব্যর্থ হন। পরদিন মঙ্গলবার তাঁকে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। 

এদিন অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার রাতে তাঁর লাশ ধলাই নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা উদ্ধার করে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ধলাই নদীতে নিখোঁজ জুবেলের লাশ ভেসে উঠেছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখানে স্বজনেরা জুবেলের লাশ বলে চিহ্নিত করেছেন। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত