Ajker Patrika

বড়লেখায় যুবককে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় যুবককে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে। অভিযোগ উঠেছে তাঁকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামে। 

ঝুলন্ত অবস্থা থেকে তারেক আহমদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য তা মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত তারেক দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পশ্চিম ঘোলষা গ্রামের ছালিক উদ্দিনের ছেলে। 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারেক আত্মহত্যা করেছেন। তবে নিহত তারেকের স্বজন ও স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার জেরে কেউ হয়তো তারেককে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। 

থানা-পুলিশ এবং নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে তারেক আহমদ পরিবারের সঙ্গে সাহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। স্থানীয় একটি মসজিদে ফজরের নামাজ পড়লেও পরে তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে স্বজনেরা বাড়ির পাশে একটি কাঁঠাল গাছের সঙ্গে নেট কাপড় দিয়ে তারেককে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। 

তারেকের স্বজন ও স্থানীয় লোকজন জানান, তারেক মসজিদে ফজরের নামাজ পড়ে স্বজনদের কবর জিয়ারতও করেছেন। পরে তিনি আর বাড়ি ফেরেনি। তাঁদের দাবি, কেউ আত্মহত্যা করলে তার লাশ মাটি থেকে কিছুটা ওপরে ঝুলন্ত অবস্থায় থাকে। তারেকের পা মাটিতে ছিল। এ থেকে মনে হচ্ছে কেউ হয়তো তাঁকে হত্যার পর লাশ নেট কাপড় দিয়ে কাঁঠাল গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। 

এ বিষয়ে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, ‘তারেক আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঝুলন্ত অবস্থায় পেয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শরীরের আঘাতের কোনো চিহ্ন মেলেনি। তবে গলায় কিছু দাগ আছে। প্রাথমিকভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত