Ajker Patrika

সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭: ১২
সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তিনি পুলিশ সদস্য।

আজ বুধবার দুপুরে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোগলাবাজারের শিববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল চৌধুরী (২২) হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার করাব গ্রামের আলাউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত আব্দুল আউয়াল চৌধুরী (৪৬) মোগলাবাজার থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুলাল ও আব্দুল আউয়াল মোটরসাইকেলে হুমায়ুন রশীদ চত্বরের দিকে যাচ্ছিলেন। এ সময় শিববাড়ি এলাকায় সিলেট থেকে ছেড়ে যাওয়া ফেঞ্চুগঞ্জগামী অশোক লিলেন্ড কোম্পানির একটি ট্রাক বেপরোয়া গতিতে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল চৌধুরী নিহত হন। খবর পেয়ে মোগলাবাজার থানা-পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত