Ajker Patrika

গাড়িতে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর ও জগদীশপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর ও জগদীশপুর গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের জগন্নাথপুরে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অর্ধশতাধিক।

আজ শুক্রবার বেলা ২টার দিকে কলকলিয়া ইউনিয়নের সাদিপুর ও জগদীশপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার সাদিপুরের প্রাইভেট কারের চালক লিকছন মিয়া ও জগদীশপুরের অটোরিকশাচালক চান মিয়ার মধ্যে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে কথা-কাটাকাটি হয়। বিষয়টি সমাধানে আজ সকালে উভয় গ্রামের মুরব্বিরা সালিসে বসেন। এ সময় দুই গ্রামের যুবকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে সাদিপুরের লোকজন বৈঠক থেকে চলে যান।

পরে বেলা ২টার দিকে উভয় গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, আহতদের মধ্যে ৯ জনকে সিলেটে পাঠানো হয়েছে। এর মধ্যে একজন গুলিবিদ্ধ।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত