Ajker Patrika

এরশাদের চেয়ারে বসবে এরিক: সিলেটে বিদিশা

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২০: ০৮
এরশাদের চেয়ারে বসবে এরিক: সিলেটে বিদিশা

সারা দেশে জাতীয় পার্টির (জাপা) প্রধান কার্যালয়গুলোতে যে চেয়ারে হুসেইন মুহম্মদ এরশাদ বসতেন, সেই চেয়ারে এখন বসবেন তাঁর ছেলে এরিক এরশাদ। সেই স্বপ্নই দেখেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে দলীয় এক সভায় এই আকাঙ্ক্ষার কথা বলেন বিদিশা। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। 

বিদিশা বলেন, ‘এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। ঢাকার পল্টনের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চট্টগ্রামের অফিস, রাজশাহী ও রংপুরের অফিসে এইচ এম এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে।’ 

এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, তিনি তাদের জীবন আরও কঠিন করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বিদিশা। 

বিদিশা বলেন, ‘যাঁরা এখনো জাতীয় পার্টি ছেড়ে যাননি, যাঁরা এখনো পার্টির সঙ্গে আছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ 

সভা শেষে বিদিশা হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত