নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
গত বুধবার রাতে আন্দোলনে নিহত তাজ উদ্দিনের স্ত্রী রুলি বেগম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলায় দায়ের করেন।
মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
এজাহার সূত্রে জানা গেছে, নিহত তাজ উদ্দিন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন তাজ উদ্দিন। তিনি ছাড়াও এদিন গোলাপগঞ্জের আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মোট ছয়জন নিহতের ঘটনায় গোলাপগঞ্জ থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহতের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে।
গত বুধবার রাতে আন্দোলনে নিহত তাজ উদ্দিনের স্ত্রী রুলি বেগম বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলায় দায়ের করেন।
মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ আব্দুন নাসের।
এজাহার সূত্রে জানা গেছে, নিহত তাজ উদ্দিন হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সরওয়ার হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম সুয়েব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ২৮ নেতা-কর্মী।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হন তাজ উদ্দিন। তিনি ছাড়াও এদিন গোলাপগঞ্জের আরও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। মোট ছয়জন নিহতের ঘটনায় গোলাপগঞ্জ থানায় ছয়টি মামলা দায়ের করা হয়েছে।
বিদেশী পিস্তলসহ রাজশাহী আঞ্চলিক পর্যায়ের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদকে’ (৪০) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দিবাগত রাত ৩টার দিকে নগরের সাহেববাজার বড়কুঠি মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মুরাদ ওই এলাকার বাসিন্দা।
২৬ মিনিট আগেখুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এটিই চলতি বছরে খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।
১ ঘণ্টা আগেচিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, রাকিবের অস্থিমজ্জা সম্পূর্ণরূপে বিকল হয়ে গেছে। বাঁচতে হলে অস্থিমজ্জা প্রতিস্থাপন জরুরি। বর্তমানে তিনি ঢাকার আহছানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। দ্বিতীয় ধাপের কেমোথেরাপি চলছে, যা আরো এক মাস চলবে।
১ ঘণ্টা আগেনরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোমেনা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার সকালে উপজেলার দুর্গম চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন ওই গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।
১ ঘণ্টা আগে