Ajker Patrika

জৈন্তাপুরের ৫ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ আগামী মঙ্গলবার 

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ২০
Thumbnail image

সিলেটের জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউপিতে নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ আগামী মঙ্গলবার। গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তাঁরা জয়ী হন। 

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার পাঁচ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জৈন্তাপুর ইউপিতে মো. ফখরুল ইসলাম, চারিকাটা ইউপিতে মো. সুলতান করিম, দরবস্ত ইউপিতে বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপিতে মো. রফিক আহমদ এবং চিকনাগুল ইউপিতে মো. কামরুজ্জামান চৌধুরী নির্বাচিত হন। 

নির্বাচিতদের গেজেট প্রকাশের পর সিলেট জেলা প্রশাসকের পক্ষ থেকে আগামী মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শুধু নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করানো হবে। পরে জৈন্তাপুরের ৫ ইউপির ৬০ জন সদস্যের শপথপাঠ হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত আজমেরী হক বলেন, আগামী মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত