Ajker Patrika

উপবন এক্সপ্রেসে আগুন: ১৮ জনের নামে পুলিশের মামলা

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২১: ৫৫
উপবন এক্সপ্রেসে আগুন: ১৮ জনের নামে পুলিশের মামলা

সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় ১৮ জনের নামে মামলা করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে। এই ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। 

মামলার বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলওয়ে পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারবিরোধীরা রেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে ১৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’ 

এর আগে এই ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানান সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম। তিনি জানান, কুলাউড়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মো. রুবেল মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম বলেন, ‘মামলা করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। সরকারবিরোধীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে বলে তাদের আসামি করা হয়েছে।’ 

এর আগে গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেসের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ বলছে, নাশকতার চেষ্টায় দাহ্য কোনো দ্রব্য ছিটিয়ে আগুন ধরানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত