Ajker Patrika

সিলেটে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১: ২০
সিলেটে ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি

সিলেটের জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টসের স্বত্বাধিকারী মো. মজিদ (৫০) নিখোঁজ রয়েছেন। তিনি নগরের মিরাবাজার খাড়পাড়া মিতালী-৭১ এর বাসিন্দা। এ বিষয়ে মো. মজিদের স্ত্রী পান্না বেগম আজ রোববার সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । জিডি নম্বর ১২৩০।

পান্না বেগম জানান, ব্যবসায়ী মো. মজিদ গত শুক্রবার বিকেল ৫টায় মিরাবাজারের বাসা থেকে জিন্দাবাজারের মুক্তিযোদ্ধা সংসদ গলির এইচ আর গার্মেন্টসের উদ্দেশে বের হন। এ সময় ক্লায়েন্টকে দেওয়ার জন্য তার কাছে ৩ লাখ টাকা ছিল। তিনি রাতে বাসায় না ফিরলে তার মোবাইল ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

তার শারীরিক গড়ন মোটা, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে আকাশি শার্ট ও ছাই কালারের গ্যাবাটিন প্যান্ট পরনে ছিল।

কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭১২-৩০৩৭৩৪, ০১৬৩২-০৭১৭৭১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে মো. মজিদের পরিবার।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘এ বিষয়ে আমি থানায় গিয়ে খোঁজ নিয়ে দেখবো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত