Ajker Patrika

সাবেক সাংসদের ফিশারিজ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)
সাবেক সাংসদের ফিশারিজ থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওর এলাকার একটি ফিশারিজ থেকে জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই ফিশারিজে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। ওই ফিশারিজের মালিক হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এম এ মুনিম চৌধুরীর বাবু।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ওই ফিশারিজ একটি ঘর থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মতিন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাউসা ইউনিয়নের গুঙ্গিয়াজুড়ি হাওরে সাবেক সংসদ সদস্যের ওই ফিশারিজে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন জাহাঙ্গীর। ফিশারিজের পাশেই একটি ঘরে থাকতেন তিনি। আজ বিকেলে ওই ঘরে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ঘরের আড়ার সঙ্গে জাহাঙ্গীরের লাশটি ঝুলছিল। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তাই আপাতত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববাজারে সোনা বিক্রির হিড়িক, ৫ বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত আজীবন নিষিদ্ধ

গাজার যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে—আশঙ্কা ট্রাম্প প্রশাসনের

এলাকার খবর
Loading...