Ajker Patrika

বঙ্গবন্ধুর আদর্শের নেতা চাই: আ.লীগের কর্মিসভায় ইমরান

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ২৭
Thumbnail image

সিলেট জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের মূল শক্তি হলো তৃণমূলের কর্মীরা। সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়নসহ বিভিন্ন শাখার নেতা নির্বাচন করতে হবে। আমরা এমন নেতা চাই, যাঁরা হবেন সৎ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক।’ 

মন্ত্রী আরও বলেন, ‘যাঁরা দলে গ্রুপিং করেন, বিশৃঙ্খল কর্মকাণ্ড করেন, চাঁদাবাজি-টেন্ডারবাজিতে লিপ্ত হন, তাঁদেরকে দলের কোনো পদে নির্বাচন করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের নেতা নির্বাচন করতে হবে। তাহলে এসব নেতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিতেও দ্বিধা করবেন না।’ 

আজ মঙ্গলবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন পরিষদের মাঠে আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

এ সময় তিনি বলেন, ‘কিছু বুদ্ধিজীবী, রাজাকার-আলবদরসহ স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে নানান যড়যন্ত্র করছেন। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁরা এখনো স্বপ্ন দেখেন বাংলাদেশকে পাকিস্তান বানানোর। কিন্তু তাঁদের যড়যন্ত্র সফল হবে না।’ 

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুলের পরিচালনায় কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ। অতিথি ছিলেন সিলেট আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মো. ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত