Ajker Patrika

কারাগারে ফের অসুস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী, ওসমানী হাসপাতালে ভর্তি 

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৫: ৩২
কারাগারে ফের অসুস্থ সাবেক পরিকল্পনামন্ত্রী, ওসমানী হাসপাতালে ভর্তি 

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয়। সেখানে তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করা হয়েছে। 

এর আগে, সুনামগঞ্জ জেলা কারাগারে থাকা অবস্থায় গত শনিবার সকালে তিনি অসুস্থবোধ করলে তাঁকে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে সিলেট কারা হাসপাতালে নেওয়া হয়।

সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, শারীরিক অবস্থা খারাপ থাকায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে চেকআপের জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা সেখানে তাঁর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে ভর্তি করেন। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ নম্বর ওয়ার্ডের ভর্তি রয়েছেন। তাঁর নিরাপত্তায় জেল পুলিশের সঙ্গে সেনাবাহিনীও রয়েছে।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী আজকের পত্রিকাকে জানান, এম এ মান্নানের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে আর বুকে ব্যথা। যার কারণে তাঁকে সকালে মেডিকেলে আনা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে মেডিসিন বিভাগের কেবিনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের আবেদন করা হয়েছে। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তীর অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, ১৯ সেপ্টেম্বর রাতে এম এ মান্নানকে শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এরপর থেকে তিনি সুনামগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

আবদুল হামিদের দেশত্যাগে এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত