Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮: ১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নাইম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিমপাড়ার মো. আমজাদের ছেলে। এ সময় আরও এক যুবক আহত হন। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

এ নিয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই)  হাতেম আলী ভূঁইয়া বলেন, ‘চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়। এ সময় পেছনের দুই বগি থেকে নামার পর দুই যুবকের ওপর হামলা করে ছিনতাইকারীরা। এ সময় এক যুবককে ছুরিকাঘাত করে। তখন তিনি সঙ্গে থাকা সবকিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। এ সময় ছিনতাইকারীরা নাইম ইসলামের গলায় ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত