Ajker Patrika

সিলেটে বিএনপির ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বিএনপির ৩ নেতা বহিষ্কার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় তিন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ–পদবি থেকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা হলেন-উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়া এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবিদুর রহমান। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যারাই দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই প্রহসনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তাদের দলে জায়গা হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত