সিলেট প্রতিনিধি
দেশে তিন বছরে মাত্র তিনজন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। একই সময়ে এ দেশে (বাংলাদেশ) একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন, নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার-চেঁচামেচি করে, তাদের লজ্জা হওয়া উচিত।’
আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের, বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে। যা তাদের তুলনায় ছয়গুণ বেশি। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে।’ এটি বিশ্বের মধ্যে রেকর্ড বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে আবারও এই দলকে ক্ষমতায় নিয়ে আসলে দেশ আরও এগিয়ে যাবে। তাই আগামী সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান।’
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
দেশে তিন বছরে মাত্র তিনজন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ সোমবার বিকেলে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ দাবি করেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছে, নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। একই সময়ে এ দেশে (বাংলাদেশ) একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন, নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার-চেঁচামেচি করে, তাদের লজ্জা হওয়া উচিত।’
আব্দুল মোমেন বলেন, ‘বিএনপি আমলে রপ্তানি ছিল মাত্র ৬ বিলিয়ন ডলারের, বর্তমান সরকারের আমলে রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে। যা তাদের তুলনায় ছয়গুণ বেশি। বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত চৌদ্দ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে।’ এটি বিশ্বের মধ্যে রেকর্ড বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
নেতাকর্মীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে আবারও এই দলকে ক্ষমতায় নিয়ে আসলে দেশ আরও এগিয়ে যাবে। তাই আগামী সিটি করপোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচনে মানুষের কাছে সরকারের অবদানের কথা জানান।’
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হাফিজ মজুমদার এমপি, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
সোমবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় ইংরেজি বিভাগের সরস্বতী পূজার সময় এই ব্যতিক্রমী চিত্র দেখা যায়। এই বিভাগ ছাড়া ৩৬টি বিভাগেই পূজা পরিচালনায় ছিলেন পুরুষ পুরোহিত।
১৭ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারা রাত টুঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী। গতকাল রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেছিলেন
৪৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুর রেল ক্রসিংয়ে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে এ সংঘর্ষ হয়। নিহত আরিফুল ইসলাম (১৮) ট্রাকচালকের সহকারী ছিলেন। ট্রাকচালক মাহাবুব হোসেন (৩০) গুরুতর আহতাবস্থায় চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেমাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পিকআপের চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীরবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে