Ajker Patrika

নারীদের উন্নয়নে কাজ করতে চান আওয়ামী প্রার্থী

সিলেট প্রতিনিধি
নারীদের উন্নয়নে কাজ করতে চান আওয়ামী প্রার্থী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করেছেন। তিনিই প্রথম বাবার নামের পাশাপাশি সবক্ষেত্রে মায়ের নাম যুক্ত করে মায়েদের সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমিও কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে নারীসমাজকে সর্বোচ্চ সম্মান দিয়ে তাঁদের কল্যাণে কাজ করব।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর ১১ নম্বর ওয়ার্ডে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

টাউন ফেডারেশনের সভাপতি শিউলি বেগম নারী সমাবেশে  সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী সম্পাদকমণ্ডলীর সদস্য বুরহান উদ্দিন, ডা. শাকুর আহমদ শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, সিটিসি ক্লাস্টারের সভাপতি মনোয়ারা বেগম, বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতির সভাপতি বিকি সিংহ, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহমান পিংকু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ইফতেখার হোসেন মণি, আওয়ামী লীগ নেতা আখতার হোসেন খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত