Ajker Patrika

শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ২২: ৪৫
Thumbnail image

ক্যাম্পাসের নিরাপত্তা ও বহিরাগত প্রবেশসংক্রান্ত জটিলতা নিরসনে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সব সময় যার যার নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও বহিরাগত প্রবেশসংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে সব ছাত্র-ছাত্রীকে সব সময় যার যার নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত ১৬ জুন বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিয়ে নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া গত রোববার (৯ জুলাই) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলসংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত