Ajker Patrika

সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
সাদাপাথরে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

সিলেটের সাদাপাথরে পানিতে ডুবে রাগিব ইয়াসার (১৯) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে এ ঘটনা ঘটে।

নিহত রাগিব ইয়াসার ঠাকুরগাঁওয়ের আহসানের ছেলে। তাঁরা সপরিবারে সাভারে বসবাস করেন। 

রাগিবের সঙ্গে থাকা বন্ধুরা জানিয়েছেন, সাভার থেকে কয়েকজন বন্ধু মিলে সাদাপাথর বেড়াতে এসেছিলেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাদাপাথর আসেন তাঁরা। সেখানে সবাই মিলে পানিতে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। 

এর মধ্যে রাগিব একা পানিতে নেমে যায়। তারা সবাই পানিতে নামার আগে হঠাৎ দেখেন স্রোতে তলিয়ে যাচ্ছে সে। তখন তারা সবাই পানিতে ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয় ব্যবসায়ী ও নৌকার মাঝিরা মিলে ৩০ মিনিট খোঁজ করে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাজিব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত