Ajker Patrika

হবিগঞ্জে বিপুল পরিমাণ পাসপোর্ট-এনআইডি জব্দ, দালাল চক্রের ৩ সদস্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি   
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসাসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা
পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসাসহ আটক ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে পাসপোর্ট তৈরির দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), বিভিন্ন দেশের ভিসা ও অন্যান্য সরঞ্জাম।

আটক ব্যক্তিরা হলেন—চুনারুঘাট উপজেলার আইতন গ্রামের আব্দুস সালাম, সদর উপজেলার উমেদনগরের সাইদুল ইসলাম ও বড় বহুলা এলাকার ফরিদ মিয়া। আজ শুক্রবার তাঁদের থানায় হস্তান্তর করা হয়।

মেজর ইসরাফ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে প্রথমে সাইদুলকে আটক করে। তাঁর তথ্যের ভিত্তিতে পরে সদর ও চুনারুঘাটে অভিযান চালিয়ে সালাম ও ফরিদকে আটক করা হয়।

তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাঁরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি, এনআইডি সংশোধন ও বয়স কমানো-বাড়ানোর কাজে জড়িত। এ ছাড়া বিভিন্ন দেশে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, তিনজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত