সিলেট প্রতিনিধি
যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবকে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছেন হকাররা। শুক্রবার রাতে নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক হকার। এ সময় পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়। ওই যুবদল নেতা সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে ইতিমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
সিলেটের হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন রুবেল বলেন, ‘সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাধব একজন সন্ত্রাসী। কয়েক দিন থেকে আমাদের নিরীহ হকারদের ধরে ধরে আনে আর ২-৩ লাখ টাকা চাঁদা চায়। তাঁদের সঙ্গে আমরা অনেকবার আপসের চেষ্টা করেছি। কিন্তু তাঁর দাবি, তাঁকে প্রতিদিন চাঁদা দিতে হবে ১ লাখ টাকা করে। আজকেও আমাদের এক মুরব্বিকে নিয়ে গেছে। তাঁকে এখন এখানে এনে দিতে হবে। এই মাধবকে এখন গ্রেপ্তার করতে হবে। এমনকি বিএনপি থেকে মাধবকে বহিষ্কারের দাবি জানাই।’
আহ্বায়ক রুহুল আমিন আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মাধবকে বহিষ্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মাধবের বহিষ্কার চাই, মাধবের গ্রেপ্তার চাই। যতক্ষণ পর্যন্ত না তাঁকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে অবরোধের ফলে জিন্দাবাজার, বন্দরবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষেরা।
এ বিষয়ে মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিলে কেউই ধরেননি।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, চাঁদাবাজদের কোনো দল নেই। মাধবকে ইতিমধ্যে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। আর যাঁকে অপহরণ করা হয়েছে, তাঁকে উদ্ধারের কার্যক্রম চলছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি দেখেছি দুজন পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়েছে। পুলিশ তো সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, তাঁদের ওপর কেন হাত তোলা হলো? এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবকে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগে ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেটে সড়ক অবরোধ করেছেন হকাররা। শুক্রবার রাতে নগরের জিন্দাবাজারে সড়ক অবরোধ করেন অর্ধশতাধিক হকার। এ সময় পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়। ওই যুবদল নেতা সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক জয়দেব চৌধুরী মাধবকে ইতিমধ্যে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
সিলেটের হকার্স ঐক্য পরিষদের আহ্বায়ক রুহুল আমিন রুবেল বলেন, ‘সিলেট মহানগর যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মাধব একজন সন্ত্রাসী। কয়েক দিন থেকে আমাদের নিরীহ হকারদের ধরে ধরে আনে আর ২-৩ লাখ টাকা চাঁদা চায়। তাঁদের সঙ্গে আমরা অনেকবার আপসের চেষ্টা করেছি। কিন্তু তাঁর দাবি, তাঁকে প্রতিদিন চাঁদা দিতে হবে ১ লাখ টাকা করে। আজকেও আমাদের এক মুরব্বিকে নিয়ে গেছে। তাঁকে এখন এখানে এনে দিতে হবে। এই মাধবকে এখন গ্রেপ্তার করতে হবে। এমনকি বিএনপি থেকে মাধবকে বহিষ্কারের দাবি জানাই।’
আহ্বায়ক রুহুল আমিন আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত মাধবকে বহিষ্কার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মাধবের বহিষ্কার চাই, মাধবের গ্রেপ্তার চাই। যতক্ষণ পর্যন্ত না তাঁকে বহিষ্কার ও গ্রেপ্তার করা হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে অবরোধের ফলে জিন্দাবাজার, বন্দরবাজারসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েন চলাচল করা মানুষেরা।
এ বিষয়ে মহানগর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফোন দিলে কেউই ধরেননি।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, চাঁদাবাজদের কোনো দল নেই। মাধবকে ইতিমধ্যে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। আর যাঁকে অপহরণ করা হয়েছে, তাঁকে উদ্ধারের কার্যক্রম চলছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘আধা ঘণ্টার মতো সড়ক অবরোধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমি দেখেছি দুজন পুলিশ কর্মকর্তার ওপর হাত তোলা হয়েছে। পুলিশ তো সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণে ছিল, তাঁদের ওপর কেন হাত তোলা হলো? এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
২ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
২ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর মূল গতিপথের
২ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
২ ঘণ্টা আগে