Ajker Patrika

ধলাই নদে পাথরবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
আপডেট : ০৮ জুলাই ২০২৩, ১২: ২৯
ধলাই নদে পাথরবোঝাই নৌকাডুবি, শ্রমিক নিখোঁজ

কোম্পানীগঞ্জের ধলাই নদে পাথরবোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভারত সীমান্তঘেঁষা ধলাই নদের পূর্ব পাড়ে ১২৫১ নম্বর পিলারের কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন। 

নিখোঁজ শ্রমিকের নাম অফিক মিয়া (৪২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ধলাই নদের উজানে ভারতের সীমান্তবর্তী এলাকা (সাদা পাথর) থেকে পাথর নিয়ে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় অফিক মিয়া ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন বারকি শ্রমিক ছিলেন (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলেন যাঁরা)। বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অফিক। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। 
 
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহায়তায় নিখোঁজ ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ জানান, ধলাই নদের সীমান্তবর্তী জিরো পয়েন্ট (সাদা পাথর) থেকে আধা কিলোমিটার উত্তরে ১২৫১ নম্বর পিলার বরাবর নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখানে পানির প্রবল স্রোত এবং ১২-১৫ ফুট গভীরতা রয়েছে। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত