কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
কোম্পানীগঞ্জের ধলাই নদে পাথরবোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভারত সীমান্তঘেঁষা ধলাই নদের পূর্ব পাড়ে ১২৫১ নম্বর পিলারের কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ শ্রমিকের নাম অফিক মিয়া (৪২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ধলাই নদের উজানে ভারতের সীমান্তবর্তী এলাকা (সাদা পাথর) থেকে পাথর নিয়ে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় অফিক মিয়া ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন বারকি শ্রমিক ছিলেন (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলেন যাঁরা)। বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অফিক। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহায়তায় নিখোঁজ ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ জানান, ধলাই নদের সীমান্তবর্তী জিরো পয়েন্ট (সাদা পাথর) থেকে আধা কিলোমিটার উত্তরে ১২৫১ নম্বর পিলার বরাবর নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখানে পানির প্রবল স্রোত এবং ১২-১৫ ফুট গভীরতা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
কোম্পানীগঞ্জের ধলাই নদে পাথরবোঝাই নৌকা ডুবে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ভারত সীমান্তঘেঁষা ধলাই নদের পূর্ব পাড়ে ১২৫১ নম্বর পিলারের কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ শ্রমিকের নাম অফিক মিয়া (৪২)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত মইবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ধলাই নদের উজানে ভারতের সীমান্তবর্তী এলাকা (সাদা পাথর) থেকে পাথর নিয়ে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় অফিক মিয়া ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন বারকি শ্রমিক ছিলেন (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলেন যাঁরা)। বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অফিক। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম বলেন, এলাকাবাসী ও পুলিশ প্রশাসনের সহায়তায় নিখোঁজ ওই শ্রমিককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
ঘটনাস্থলে থাকা কোম্পানীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ জানান, ধলাই নদের সীমান্তবর্তী জিরো পয়েন্ট (সাদা পাথর) থেকে আধা কিলোমিটার উত্তরে ১২৫১ নম্বর পিলার বরাবর নৌকাডুবির ঘটনা ঘটেছে। এখানে পানির প্রবল স্রোত এবং ১২-১৫ ফুট গভীরতা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজং বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান ওরফে মামুন হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ বুধবার। ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করবেন। গত ১৮ ফেব্রুয়ারি মামলার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত।
৬ মিনিট আগে১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর সংলগ্ন এলাকা। তপ্ত দুপুরে মিছিলে যোগ দেন ছাত্রসহ বিভিন্ন স্তরের মানুষ। তাঁদের একজন আব্দুল জব্বার। মিছিল এগোতে পুলিশের গুলিতে...
২৭ মিনিট আগেনোয়াখালী পৌর এলাকায় অভিযান চালিয়ে এরশাদ উল্যাহ (২৮) ও নাজমা আক্তার (৩৯) নামের দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার রাতে মাইজদী হাউজিং বালুর মাঠের ডা. রেজাউল করিম বারী ডায়াগনস্টিক হাসপাতালের সামনে থেকে তাঁদের আটক...
৩৬ মিনিট আগেপটুয়াখালীতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলার মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তার শাহআলম বিশ্বাসকে আদালতে পাঠানো হয়। এ মামলায় শাহআলম বিশ্বাসের নাম এজাহারে না থাকলেও তাঁকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে