Ajker Patrika

বুধবার দেশে আসছেন মাউন্ট এভারেস্ট বিজয়ী আকি রহমান

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬: ২২
বুধবার দেশে আসছেন মাউন্ট এভারেস্ট বিজয়ী আকি রহমান

প্রথম ব্রিটিশ বাংলাদেশি মুসলিম মাউন্ট এভারেস্ট বিজয়ী আখলাকুর রহমান ওরফে আকি রহমান দেশে আসছেন। আগামীকাল বুধবার যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে ১২ দিনের সফরে দেশে আসবেন তিনি। 

পর্বতারোহী আখলাকুর রহমান আকি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। 

জানা গেছে, আগামী বৃহস্পতিবার থেকে ৫ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আকি রহমান নিজ জেলা সুনামগঞ্জসহ সিলেট, রংপুর, কক্সবাজার ও জামালপুর জেলার বিভিন্ন এলাকায় যাবেন। 

পর্বতারোহী আকি রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আগামীকাল দেশে আসার পর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করব। ৬ অক্টোবর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামে নিজ বাড়িতে যাব। ৯ অক্টোবর যুক্তরাজ্যের উদ্দেশে রওনা দেব।’ 

উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ের মধ্য দিয়ে ইতিহাসে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হিসেবে নাম লেখান আকি রহমান। এর আগে ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত ও মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন। এ ছাড়া ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান, ওই পর্বতও জয় করেন। একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন আকি। পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন। 

এর আগে ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি, যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত