Ajker Patrika

সিলেটে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ

সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটে জব্দ করা চোরাই পণ্য। ছবি: সংগৃহীত
সিলেটে জব্দ করা চোরাই পণ্য। ছবি: সংগৃহীত

সিলেটে বিপুল পরিমাণে চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সিলেট বিভাগের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চোরাই পণ্য জব্দের বিষয় জানিয়েছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কম্বল, গরু, বিয়ার, ওষুধ এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, পাথর, শিং মাছসহ বিভিন্ন পণ্যসামগ্রী। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা চোরাচালানি মালামালগুলো বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ: ‘‎মব’ তৈরি করে হামলার চেষ্টা, উদ্ধার কার্যক্রম বন্ধ

বাংলাদেশসহ ৯৮ দেশে ভূমিকম্পের আগাম বার্তা অ্যান্ড্রয়েড ফোনে, সক্রিয় করবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত